জীবনযাপন / শিশুর দৃষ্টিশক্তি নষ্ট: বাংলাদেশ চক্ষু হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে আইনি নোটিশ

শিশুর দৃষ্টিশক্তি নষ্ট: বাংলাদেশ চক্ষু হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে আইনি নোটিশ

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

বাংলাদেশ চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন চার বছরের এক শিশুর বাবা। অভিযোগে বলা হয়েছে, ছানি অপারেশনের সময় রেটিনা কেটে ফেলা হয়, ফলে জটিলতা বাড়তে থাকে। পরবর্তী সময়ে একাধিক অস্ত্রোপচারের ফলে শিশুটি তীব্র ব্যথা, চোখ সঙ্কুচিত হওয়া এবং ক্রমাগত তরল পদার্থ নির্গমনের সমস্যায় ভুগতে থাকে। অবশেষে তার ডান চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে যায়।

আজ (২৩ সেপ্টেম্বর) শিশুটির বাবা মো. সাইফুল ইসলামের পক্ষে আইনজীবী মুবিনুল ইসলাম নোটিশ পাঠান। সেখানে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা অথবা ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। নোটিশে হাসপাতালের চেয়ারম্যান ডা. মাহবুবুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. নিয়াজ আবদুর রহমান, শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা. কাজী সাব্বির আনোয়ার এবং ভিট্রিও-রেটিনা বিশেষজ্ঞ ডা. আইরিন হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। পরিবার অভিযোগ করেছে, অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের মাধ্যমে শুধু শিশুটির ক্ষতিই বাড়ানো হয়নি, বরং আর্থিক ও মানসিক কষ্টও চরম পর্যায়ে পৌঁছেছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত