অপরাধ / বকশিশ না পেয়ে ক্লিনার খুলে নিল অক্সিজেন, রোগীর মৃত্যু!

বকশিশ না পেয়ে ক্লিনার খুলে নিল অক্সিজেন, রোগীর মৃত্যু!

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে বকশিশ না পেয়ে এক পরিচ্ছন্নতাকর্মীর (ক্লিনার) অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেখ সাইফুল ইসলাম (৩৮) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে, যা ইতোমধ্যেই স্বজন ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

স্বজনদের অভিযোগ, কিডনি জটিলতা নিয়ে ভর্তি হওয়া সাইফুলের শ্বাসকষ্ট বেড়ে গেলে শনিবার রাতে টাকা দিয়ে অক্সিজেন ম্যানেজ করতে হয়। কিন্তু পরদিন সকালে ক্লিনার জব্বার জোর করে অক্সিজেন খুলে নেন এবং বাধা দিতে গেলে স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করেন। অক্সিজেন সরানোর ১৫-২০ মিনিটের মধ্যেই মারা যান সাইফুল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ থাকলেও ক্লিনারের এমন পদক্ষেপ বেআইনি এবং অপরাধ। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত