শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন-এর মেয়ে সাবিনা ইয়াসমিন বিথিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে আটক করেছে র্যাব। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।
র্যাব ও পুলিশ সূত্র জানায়, রাজধানীর হাতিরঝিল এলাকায় সংঘটিত যুবদল নেতা আরিফ শিকদার হত্যা মামলার তদন্তে সাবিনা ইয়াসমিন বিথির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। মামলাটির সূত্র ধরে তাকে নজরদারিতে রাখা হয়েছিল।
এছাড়া, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন-এর নেতৃত্বাধীন অপরাধী নেটওয়ার্কের সঙ্গে বিথির আর্থিক লেনদেন, যোগাযোগ ও সহায়তার ভূমিকা রয়েছে কি না—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বর্তমানে সুব্রত বাইন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকলেও তার অপরাধী নেটওয়ার্ক সক্রিয় রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে। এই প্রেক্ষাপটে বিথিকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আটক ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এ ঘটনায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও নজরদারিতে রাখা হয়েছে।