জীবনযাপন / বাংলাদেশে বহুল ব্যবহৃত টি ব্যাগে বিপজ্জনক মাত্রার বিষাক্ত ভারী ধাতুর উপস্থিতি

বাংলাদেশে বহুল ব্যবহৃত টি ব্যাগে বিপজ্জনক মাত্রার বিষাক্ত ভারী ধাতুর উপস্থিতি

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

বাংলাদেশে বহুল ব্যবহৃত জনপ্রিয় চায়ের ব্র্যান্ডগুলোর টি ব্যাগে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত ভারী ধাতু পাওয়া গেছে বলে এক গবেষণায় উঠে এসেছে। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) প্রকাশিত নতুন অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানানো হয়, যা জনস্বাস্থ্য ও ভোক্তা সুরক্ষার জন্য গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

“বিষাক্ত পদার্থে তৈরি: চা ব্যাগ এবং শুকনো আলগা চায়ে ভারী ধাতুর ঝুঁকি উন্মোচন” শীর্ষক গবেষণাটি বুধবার ঢাকায় ইএসডিও’র সদর দপ্তরে প্রকাশ করা হয়।

স্থানীয় বাজার থেকে সংগৃহীত ১৩টি নমুনা (১২টি টিব্যাগ ও একটি আলগা পাতা) পরীক্ষাগারে বিশ্লেষণ করে দেখা গেছে, এগুলোতে দূষণের মাত্রা আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদের মাত্রা বহুগুণ ছাড়িয়ে গেছে।

  • ক্রোমিয়াম: ১,৬৯০ পিপিএম (সীমা ৫ পিপিএম)
  • সিসা: ৫১ পিপিএম (সীমা ৫ পিপিএম)
  • পারদ: ১০৮ পিপিএম (সীমা ০.৩ পিপিএম)
  • আর্সেনিক: ১৪ পিপিএম (সীমা ২ পিপিএম)

এছাড়া, টিব্যাগের প্যাকেজিংয়ে অ্যান্টিমনির মাত্রা ১৫৪ পিপিএম পর্যন্ত পাওয়া গেছে। এমনকি ইউরেনিয়াম ও থোরিয়ামের উপস্থিতিও শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের উচ্চমাত্রার দূষণ নিয়মিত চা পানকারীদের জন্য দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে ৫৫% মানুষ দৈনিক ২-৩ কাপ চা পান করেন, আর ২৭% পান করেন চার কাপ বা তারও বেশি। তবে মাত্র ১% ভোক্তা টিব্যাগে ভারী ধাতুর ঝুঁকি সম্পর্কে জানেন।

ইএসডিও’র চেয়ারম্যান মারগুব মোর্শেদ বলেন—
“এটি ভোক্তা অধিকারের স্পষ্ট লঙ্ঘন এবং জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। আমরা কর্তৃপক্ষ, উৎপাদক ও সংশ্লিষ্ট অংশীজনদের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছি।”

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত