রাজনীতি / আমি তো খেলোয়াড় বা অভিনেতা না : আসিফ নজরুল

আমি তো খেলোয়াড় বা অভিনেতা না : আসিফ নজরুল

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা নই যে, কী করছি তা চোখে দেখা যাবে। আমার কাজের মধ্য দিয়েই জনগণ তা বুঝতে পারবেন।”

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট এলাকার একটি অভিজাত হোটেলে মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া ও যৌতুকসহ আটটি বিষয়ে এখন আর সরাসরি মামলা করা যাবে না। মামলা করার আগে বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান কার্যকর হচ্ছে। এর ফলে বিচারপ্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্রুত ও স্বল্প খরচে আইনগত সহায়তা পাবেন।

ড. আসিফ নজরুল বলেন, এ ধরনের উদ্যোগ মামলাজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিচার ব্যবস্থাকে আরও জনবান্ধব করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জেলা দায়রা জজ আব্দুল হালিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত