হবিগঞ্জের চুনারুঘাটে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা পাঠাতে গিয়ে আব্দুল্লাহ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী গ্রামের ওসমান গনির ছেলে আব্দুল্লাহ ওইদিন রাতে এজে আর কুরিয়ার সার্ভিস অফিসে একটি পার্সেল পাঠাতে আসেন। অফিসকর্মীরা পার্সেলটি দেখে সন্দেহ হলে খুলে ভেতরে গাঁজা পান এবং সঙ্গে সঙ্গে বিষয়টি চুনারুঘাট থানায় জানান।
খবর পেয়ে টহলরত পুলিশের এএসআই ইলিয়াস ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আব্দুল্লাহকে হাতেনাতে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
চুনারুঘাট থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।