আন্তর্জাতিক / ভারতে ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার সংক্রমণে ১৯ জনের মৃত্যু

ভারতে ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার সংক্রমণে ১৯ জনের মৃত্যু

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস (পিএএম) রোগে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।

এই বিরল রোগটির কারণ হলো ‘মস্তিষ্ক-খেকো অ্যামিবা’ নেগলেরিয়া ফাওলেরি। সংক্রমণে মস্তিষ্কের টিস্যু ধ্বংস হয়ে যায় ও মস্তিষ্ক মারাত্মকভাবে ফুলে যায়। ফলে আক্রান্তদের বেশিরভাগের মৃত্যু ঘটে।

কেরালায় এ বছর এখন পর্যন্ত ৬১ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর প্রেক্ষিতে রাজ্যজুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যদিও এটি একটি বিরল রোগ, তবে সাধারণত সুস্থ শিশু ও তরুণদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। উষ্ণ, বদ্ধ ও অপরিশোধিত মিঠা জলেই এই অ্যামিবা ছড়ায়। ফলে পুকুর, হ্রদ বা অন্যান্য জলাশয়ে সাঁতার ও গোসল না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

২০১৬ সালে ভারতে প্রথমবার পিএএম শনাক্ত হয়। গত এক দশকে কেরালার বিভিন্ন স্থানে অল্প কিছু কেস ধরা পড়লেও এ বছর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত