শেষ মুহূর্ত পর্যন্ত দোলাচলে ছিল এশিয়া কাপের ‘বি’ গ্রুপের সমীকরণ। নেট রান রেটের হিসাব কষে কেউ বলছিল বাংলাদেশ ছিটকে গেছে, আবার কারও আশা ছিল শ্রীলঙ্কার জয়ের ওপর ভরসা রাখলেই হয়তো মিলতে পারে সুপার ফোরের টিকিট। অবশেষে সেই ভরসাই কাজে দিল—লঙ্কানদের জয়েই হাসলো বাংলাদেশ।
শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান তুলেছিল। লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। এ জয়ের ফলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা একসঙ্গে সুপার ফোরে জায়গা করে নেয়, আর বিদায় নেয় রশিদ খানের আফগানিস্তান।
ম্যাচের শুরুতে আফগান ওপেনাররা দ্রুত রান তুললেও শ্রীলঙ্কান পেসার নুয়ান তুশারা তৃতীয় ওভারে কার্যকর আঘাত হানেন। রশিদ খান ও মোহাম্মদ নবী ষষ্ঠ উইকেটে একটি ছোট জুটি তৈরি করলেও দলকে জয় এনে দিতে পারেননি।
শ্রীলঙ্কার ব্যাটাররা শুরু থেকেই দৃঢ় মনোভাব দেখিয়ে লক্ষ্য তাড়া করেন, এবং ১৯তম ওভারে জয় নিশ্চিত হয়। এই জয়ে ঢাকাও উল্লাসে ভাসে, সুপার ফোরে বাংলাদেশের আশা জীবিত থাকে।
এশিয়া কাপের এই অধ্যায় শেষ হলো এক রোমাঞ্চকর সমীকরণের মধ্য দিয়ে—অন্য দলের জয়ের ফলে টিকে গেল বাংলাদেশ। এখন টাইগারদের সামনে কঠিন চ্যালেঞ্জ, সুপার ফোরে সেরা ক্রিকেট খেলে আস্থার প্রতিদান দিতে হবে।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।