লিওনেল মেসি যখন আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামতেন, পুরো ফুটবল বিশ্বের চোখই থাকত তার দিকে। হাসি, কান্না, বঞ্চনা আর উল্লাস—সবকিছুর মিশেলে তৈরি হয়েছে আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ যাত্রার অসংখ্য স্মরণীয় অধ্যায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওআইস স্পোর্টসের লাউতালো আলভারেজের রচনার ভিত্তিতে মেসির আর্জেন্টিনার জার্সিতে খেলার দশটি সবচেয়ে স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হলো—
১) দেশের মাটিতে প্রথম ম্যাচ — যাত্রার সূচনা (৯ অক্টোবর ২০০৫)
পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলে রোমান রিকেলমেকে অ্যাসিস্ট করেন মেসি। এখান থেকেই শুরু তার জাতীয় দলের দীর্ঘ পথচলা।
২) আর্জেন্টিনার মাটিতে প্রথম গোল (১১ অক্টোবর ২০০৮)
উরুগুয়ের বিপক্ষে পেনাল্টিতে গোল করে আর্জেন্টিনার মাটিতে নিজের প্রথম গোলের দেখা পান মেসি।
৩) ২০১১ কোপা আমেরিকায় সমর্থকদের সমালোচনা
ঘরের মাঠে ব্যর্থতার পর দর্শকদের ক্ষোভের মুখে পড়েন মেসি ও তার দল।
৪) সংবাদমাধ্যম বয়কটের ঘোষণা (২০১৬)
মিডিয়ার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তে অংশ নেন মেসি ও সতীর্থরা।

৫) ২০১৭ সালে ভেনেজুয়েলার বিপক্ষে ড্র
সমর্থকদের তীব্র সমালোচনার শিকার হন মেসি।
৬) প্রথম আন্তর্জাতিক ট্রফি (কোপা আমেরিকা ২০২১)
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান—আর্জেন্টিনার হয়ে প্রথম বড় শিরোপা জিতে কান্নায় ভেঙে পড়েন মেসি।
৭) বিশ্বজয়ের পর দেশের মাঠে উৎসব (২০২৩)
কাতার বিশ্বকাপ জয়ের পর ভক্তদের সঙ্গে মাঠে অবিস্মরণীয় উদযাপন।

৮) ব্রাজিলের বিপক্ষে দলীয় শক্তি প্রমাণ (৪-১ জয়)
মেসি না খেলেও আর্জেন্টিনা দেখিয়ে দেয় দলে আত্মনির্ভরতার শক্তি।
৯) কলম্বিয়ার বিপক্ষে সেচ্ছায় বদলি (১০ জুন)
মেসির শরীর আর সায় দিচ্ছে না—এটি ছিল এক যুগের ইঙ্গিতবাহী মুহূর্ত।
১০) আর্জেন্টিনার হয়ে শেষ গোল (১৫ অক্টোবর ২০২৪)
বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ সর্বশেষ আন্তর্জাতিক গোল করেন মেসি।
৪৯টি হোম ম্যাচে ৩৫ গোল ও ১৯ অ্যাসিস্টের পরিসংখ্যান যেমন ইতিহাস বলে, তার চেয়ে বড় ইতিহাস মেসির আর্জেন্টিনার হয়ে মাঠে তৈরি করা অনুভূতির কাহিনি—কান্না, হাসি, উৎসব ও স্মৃতির ভাণ্ডার।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।