ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের পর এবার গ্রেপ্তার আতঙ্কে ভারত সফর বাতিল করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতীয় গণমাধ্যম ‘নিউজ ১৮’ এবং ‘টিভি নাইন বাংলা’ এমন তথ্য জানিয়েছে।
রবিবার (১৮ মে) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন নুসরাত ফারিয়া। পরে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার (২০ মে) জামিন পান তিনি।
এই ঘটনার পর, চঞ্চল চৌধুরীর ভারত সফর বাতিলের খবর ছড়ায়। তার রবিবার কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি যাননি। ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে, নুসরাত ও মমতাজের মতো গ্রেপ্তারের আতঙ্ক থেকেই চঞ্চল এই সিদ্ধান্ত নেন।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, অপু বিশ্বাস, জ্যোতিকা জ্যোতির মতো অনেক তারকাও এখন গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন। যদিও কিছু সূত্র বলছে, চঞ্চলের কলকাতা সফর বাতিলের পেছনে ব্যক্তিগত কারণ রয়েছে। তবে এ বিষয়ে চঞ্চলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।