আন্তর্জাতিক / এবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা করলো ইসরায়েল

এবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা করলো ইসরায়েল

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, এই হামলা কিছুক্ষণ আগেই ঘটেছে। রাষ্ট্রীয় টেলিভিশনের তরফ থেকে সংক্ষেপে একটি ঘোষণায় বলা হয়েছে, টেলিভিশন ভবনটি ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়ে বলেছিলেন, “ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও অদৃশ্য হতে যাচ্ছে।” হামলার আগে তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচার ভবনের আশপাশের এলাকাবাসীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী।

এএফপি জানায়, প্রতিরক্ষামন্ত্রী কাৎজের বরাতে বলা হয়,

“ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন অদৃশ্য হতে যাচ্ছে।”

হামলার আগে ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে ফারাবি হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে হাসপাতালটির একটি অংশের ছাদ ধসে পড়ে এবং কয়েকজন রোগী আহত হন। তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে।

সিএনএন ও আল-জাজিরার তথ্যমতে, ইরানের সংবাদ সংস্থা ফারস ও তাসনিম ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে হাসপাতালের ছাদের ধ্বংসস্তূপ এবং আহত রোগীদের দেখা যায়। আইসিইউ ইউনিট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ইরানি মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন—

“হাসপাতাল ও আবাসিক এলাকায় হামলা চালানো আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য ইতিহাস চিরস্থায়ী লজ্জা লিখে রাখবে।”

এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত