অভিনেত্রী মিষ্টি জান্নাত ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি একটি ফেসবুক পেইজে মিষ্টি জান্নাতকে নিয়ে “খদ্দেরের সঙ্গে কট খেয়েছেন” শিরোনামে একটি ভিডিও কন্টেন্ট ছড়ানো হয়। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এই অভিনেত্রী।
তিনি বলেন, “আমি বিদেশে খদ্দেরের সঙ্গে ধরা খেয়েছি—এমন ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশের পর থেকে পরিচিতজনরা আমাকে ফোন করছেন। আমি মানসিকভাবে খুবই বিব্রত হচ্ছি।”
তিনি জানান, ভিডিওটি আসলে ঢাকায় এক অনুষ্ঠান শেষে তার গাড়িতে ওঠার দৃশ্য, যেটি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
এ বিষয়ে মিষ্টি জান্নাত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কিছু সো-কলড সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরের নাম জমা দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। পাশাপাশি তিনি একজন পেশাদার দন্ত চিকিৎসকও।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।