পাসপোর্ট না থাকলেও প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২০ আগস্ট) সংশোধিত স্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রকাশের মাধ্যমে এ সুযোগ তৈরি হয়েছে।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা এসওপি থেকে এ তথ্য জানা গেছে।
সংশোধিত এসওপি অনুযায়ী, পাসপোর্ট না থাকলেও সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিনজন এনআইডিধারী প্রবাসীর প্রত্যয়নপত্র জমা দিলে ভোটার হওয়া যাবে। তবে এ জন্য আবেদনকারীদের কিছু নির্দিষ্ট নথি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে অনলাইনে পূরণকৃত আবেদন ফরম, বিশেষ তথ্য ফরম (চট্টগ্রামের নির্দিষ্ট এলাকায় প্রযোজ্য), জন্মনিবন্ধন সনদ, পাসপোর্টের কপি (বিদেশি বা মেয়াদোত্তীর্ণ হলেও চলবে), রঙিন ছবি, শিক্ষা সনদ, নাগরিকত্ব সনদ, ইউটিলিটি বিলের কপি ইত্যাদি।
এসওপিতে আরও বলা হয়েছে, প্রয়োজনীয় নথি সরাসরি অথবা বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের কাছে জমা দেওয়া যাবে।
বর্তমানে নয়টি দেশে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম চালাচ্ছে নির্বাচন কমিশন। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।