সারাদেশ / রংপুরে ‘হানি ট্রাপ’ ফাঁদে ফেলে নির্যাতন, তিনজন গ্রেফতার

রংপুরে ‘হানি ট্রাপ’ ফাঁদে ফেলে নির্যাতন, তিনজন গ্রেফতার

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

রংপুর নগরীতে ‘হানি ট্রাপের’ ফাঁদে ফেলে একজন নারীকে নির্যাতন, নগদ টাকা হাতিয়ে নেওয়া এবং নগ্ন ভিডিও ধারণের হুমকির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার এ ঘটনায় মঙ্গলবার (১৮ নভেম্বর) রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেফতারদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ সোমবার রাতে দেওডোবা মাস্টারপাড়া থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। এ সময় ঘটনাস্থল থেকে ভিকটিমসহ মোবাইল ফোন, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ফাঁকা চেক, নগদ টাকা এবং স্টিলের পাইপ উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন:

  • রিফা বেগম শিল্পী
  • বেলাল হোসেন বিশাল
  • মো. নাহিদ আলম

মামলার তথ্য অনুযায়ী, আসামি রিফা বেগম শিল্পী অভিযোগকারীর সঙ্গে পরিচয়ের সূত্রে মোবাইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতেন। ১৫ নভেম্বর তিনি অভিযোগকারীর সঙ্গে দেখা করার জন্য তাকে তার ভাড়া বাসায় ডেকে নেন। সেখানে অভিযোগকারীর ওপর মারধর, উলঙ্গ করে ভিডিও ধারণের হুমকি, নগদ অর্থ ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়া হয়। পরে উলঙ্গ অবস্থায় অজ্ঞাত এক নারীকে বাদীর পাশে বসিয়ে অশ্লীল ভিডিও ধারণের চেষ্টা করা হয়। এছাড়াও তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহীনুর রহমান জানিয়েছেন, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ২টি ওয়াকিটকি এবং ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত