গাজীপুরের শ্রীপুরে ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথের ভেতরে এক পোশাকশ্রমিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওই বুথের নিরাপত্তারক্ষী লিটন মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) তাকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার দিবাগত রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত লিটনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়, কারণ সে বারবার অবস্থান পরিবর্তন করছিল।
লিটন মিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ডুবাইল গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় ভাড়া থাকতেন এবং তালহা স্পিনিং মিলস লিমিটেডের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
অভিযোগ অনুযায়ী, রবিবার (১৫ জুন) সকালে লিটন মিয়া পোশাকশ্রমিক কিশোরীকে বেশি বেতনের চাকরির প্রলোভনে ডেকে এনে এটিএম বুথের ভেতরে অবস্থিত কাঁচের কক্ষে নিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। ওইদিন রাত ১১টার দিকে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় লিটনকে আসামি করে মামলা দায়ের করেন।
এজাহারে বলা হয়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং নিয়মিত সেই এটিএম বুথ থেকে বেতন উত্তোলন করতেন। এ সময় তার সঙ্গে লিটনের পরিচয় হয়। একপর্যায়ে লিটন তাকে ১২ হাজার টাকা বেতনে নতুন চাকরির আশ্বাস দিয়ে বুথে ডেকে নেন এবং সেখানেই ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।