আন্তর্জাতিক / ইরান বলেছে তারা হোয়াইট হাউজের ‘পা চাটবে না’

ইরান বলেছে তারা হোয়াইট হাউজের ‘পা চাটবে না’

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশন। ট্রাম্পের দাবি ছিল—ইরানি আলোচকরা হোয়াইট হাউজে আসতে আগ্রহী। ইরানের পক্ষ থেকে এই দাবিকে “মিথ্যা ও অপমানজনক” বলে অভিহিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ইরানি মিশনের পক্ষ থেকে বলা হয়েছে—
“কোনো ইরানি কর্মকর্তাকে হোয়াইট হাউজের দরজায় বসে পা চাটার জন্য বলা হয়নি।”

পোস্টটিতে আরও বলা হয়,
“তার (ট্রাম্পের) মিথ্যার চেয়েও ঘৃণ্য হলো ইরানের সর্বোচ্চ নেতাকে ‘উৎখাতের’ হুমকি—যা একটি কাপুরুষোচিত ও বিপজ্জনক বার্তা।”

এই প্রতিক্রিয়া আসে এমন সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেন, “আমরা জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় আছেন, কিন্তু আপাতত তার ক্ষতি করব না।”

পাল্টা প্রতিক্রিয়ায় ইরান স্পষ্ট জানায়—
“জোর করে চাপিয়ে দেওয়া কোনো আলোচনায় আমরা অংশ নেব না। হুমকির জবাবে হুমকি, পদক্ষেপের জবাবে পাল্টা পদক্ষেপ নিতে প্রস্তুত ইরান।”

চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের এই ধরনের কঠোর বাক্যবিনিময় পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের এই ধরনের কঠোর বাক্যবিনিময় পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত