বিনোদন / ২০০৯ সালের এই দিনে মারা যান পপ সম্রাট মাইকেল জ্যাকসন

২০০৯ সালের এই দিনে মারা যান পপ সম্রাট মাইকেল জ্যাকসন

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

২০০৯ সালের এই দিনে, মাত্র ৫০ বছর বয়সে পৃথিবীকে নাড়িয়ে দিয়ে বিদায় নেন বিশ্ববিখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসন। লস অ্যাঞ্জেলসে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার মৃত্যুর পরপরই বিশ্বজুড়ে নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সংবাদমাধ্যম, সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন এই ‘King of Pop’। মাইকেল জ্যাকসন শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একটি সাংস্কৃতিক বিপ্লবের প্রতীক। “Thriller”, “Billie Jean”, “Beat It”, “Smooth Criminal”, “Black or White”— এসব কালজয়ী গানের মাধ্যমে তিনি পৃথিবীজুড়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ⸻

মৃত্যুর কারণ: তদন্তে জানা যায়, ঘুমের সমস্যা থেকে মুক্তি পেতে তিনি নিয়মিত প্রোপোফল নামক একটি শক্তিশালী ঔষধ গ্রহণ করতেন। তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারে-কে পরবর্তীতে অবহেলার কারণে দোষী সাব্যস্ত করা হয়। ⸻

ব্যক্তিত্ব ও প্রভাব: • ১৩ বার গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী • গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম • ইতিহাসের সবচেয়ে বিক্রিত অ্যালবাম “Thriller” • সারা বিশ্বে ৩৫০ মিলিয়নের বেশি অ্যালবাম বিক্রি

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত