বিনোদন / ৪২-এ প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়াল, কী ভাবে মৃত্যু হল তাঁর?

৪২-এ প্রয়াত ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়াল, কী ভাবে মৃত্যু হল তাঁর?

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

মাত্র ৪২ বছর বয়সে থেমে গেল শেফালি জারিওয়ালার জীবন। ২০০২ সালের আইকনিক ইন্ডি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’-র মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন এই অভিনেত্রী ও মডেল। বৃহস্পতিবার (২৭ জুন) হৃদযন্ত্র বিকলের কারণে মৃত্যু হয় তাঁর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ মুম্বইয়ের কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

শেফালি তাঁর ক্যারিয়ারে ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। বলিউডে আত্মপ্রকাশ ঘটে ২০০৪ সালে, ‘মুঝসে শাদি করবে?’ ছবিতে একটি ক্যামিও চরিত্রের মাধ্যমে।

ব্যক্তিজীবনে ২০০২ সালে প্রথম বিয়ে করেন, কিন্তু সেই সম্পর্ক টেকেনি। ২০০৯ সালে তিনি স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে বিচ্ছেদ করেন। এরপর দীর্ঘদিন আড়ালে থাকলেও, ২০১৪ সালে ‘নাচ বালিয়ে ৫’-এ অংশ নেন বর্তমান স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে। পরে তাঁরা বিয়েও করেন।

‘কাঁটা লাগা’ গানের সৌজন্যে রাতারাতি সুপারস্টার হয়ে ওঠা শেফালি পরে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-তেও অংশ নিয়েছিলেন। স্বামী পরাগের সঙ্গে সুখী দাম্পত্যে ছিলেন, নিয়মিত ব্যায়াম করতেন, স্বাস্থ্য সচেতনতায় ছিলেন অগ্রণী। এর মধ্যেই ঘটে গেল অঘটন—এক অনাকাঙ্ক্ষিত, আকস্মিক বিদায়।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত