লিবিয়ায় অবৈধভাবে অবস্থান করা ও বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৬২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বিত প্রচেষ্টায় মঙ্গলবার (৮ জুলাই) বিকাল ৪টা ৪০ মিনিটে বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা হন।
প্রত্যাবাসিতদের মধ্যে ১৪১ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে এবং ১৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। এছাড়া ৫ জন ছিলেন ত্রিপলীতে বিপদগ্রস্ত অবস্থায়।
বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (৯ জুলাই) সকাল ৬টা ৫৫ মিনিটে অবতরণের কথা রয়েছে। বেনগাজী বিমানবন্দরে অভিবাসীদের বিদায় জানান দূতাবাসের মিনিস্টার (শ্রম) গাজী মো. আসাদুজ্জামান কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
প্রসঙ্গত, দূতাবাসের পক্ষ থেকে পূর্বে ডিটেনশন সেন্টার পরিদর্শন, যাচাই-বাছাই এবং ট্রাভেল পারমিট ইস্যুর পর আইওএম-এর সহায়তায় তাদের সম্পূর্ণ বিনামূল্যে দেশে ফেরার ব্যবস্থা করা হয়।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।