অপরাধ / আইফোনই কাল হলো রেদওয়ানের

আইফোনই কাল হলো রেদওয়ানের

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গায় রেদওয়ান হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, একটি আইফোন নিয়ে পূর্বের ক্ষোভ থেকেই খুন করেন তার ঘনিষ্ঠ বন্ধু জহুরুল মুন্সী। উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

রেদওয়ান (২৫) সদরপুর উপজেলার বাইশরশি গ্রামের সৌদি প্রবাসী আবু বক্কর সোহেল মিয়ার ছেলে। অপরাধী জহুরুল মুন্সী (২৬) ভাঙ্গার ভ্যানচালক লোকমান মুন্সীর ছেলে।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, শিবচরের একটি আলিয়া মাদ্রাসায় একসঙ্গে পড়াশোনা করতেন রেদওয়ান ও জহুরুল। রেদওয়ানের একটি আইফোন চুরি হয়ে গেলে তা জহুরুলের কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনা থেকে জহুরুলের ক্ষোভ তৈরি হয়।

১৩ আগস্ট রেদওয়ানকে বাড়িতে ডেকে নিয়ে গলাকেটে খুন করে জহুরুল। লাশ বস্তায় বেঁধে পাশের ডোবায় ফেলে দেওয়া হয়। চার দিন পর ১৭ আগস্ট ভেসে ওঠে তার অর্ধগলিত মরদেহ।

র‍্যাব-১০ তথ্যপ্রযুক্তির সহায়তায় জহুরুলকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে খুনের দায় স্বীকার করে। এ সময় খুনের কাজে ব্যবহৃত ছুরি, পোশাক ও মোটরসাইকেল জব্দ করা হয়।

ভাঙ্গা থানার এসআই রামপ্রসাদ বলেন, নিহতের মা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। তবে র‍্যাব খুনিকে গ্রেপ্তার করেছে বলে খবর পেয়েছেন।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত