জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।
আজ সোমবার বেলা ১১টার পর মাহমুদ উল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন।

সেখানে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহমুদ উল্লাহ। ক্যাপশনে তিনি লিখেছেন— “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!”
৩৯ বছর বয়সী এই ক্রিকেটার গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। সর্বশেষ তিনি এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা মেট্রোর হয়ে দুটি ম্যাচ খেলেছেন। বর্তমানে তিনি কেবল ঘরোয়া ক্রিকেটে অংশ নিচ্ছেন।