জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থানের কারণে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“আপনারা যদি এ রকম ভূমিকা নেন, সরকার কী করবে, আমরা ঠিক বুঝতে পারছি না। এত দিন আলোচনার পরও যদি ঐকমত্য না আসে, তাহলে আমরা কীভাবে কী করব, সেটা নিয়ে সত্যিই ভাবতে হচ্ছে।”
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনা ও বিরোধ এখন চরমে। ২৭০ দিনের আলোচনার পরও ঐকমত্য না আসায় সরকার এখন একটি কঠিন সিদ্ধান্তের মুখে।
জাতীয় ঐকমত্য কমিশনের দুটি বিকল্প প্রস্তাবের কথা তুলে ধরে আইন উপদেষ্টা বলেন— এক, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট, এরপর ২৭০ দিনের মধ্যে স্বয়ংক্রিয় সংবিধান সংশোধন; দুই, এই দায় নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া। তবে কোনটি কার্যকর হবে, তা নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে।
ড. আসিফ নজরুল আরও বলেন, “গণভোটের সময়সূচি নিয়েই এখন বিরোধ সবচেয়ে তীব্র। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা দ্রুত সিদ্ধান্ত নেব, এবং সেই সিদ্ধান্তে দৃঢ় থাকব।”