অপরাধ / মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী পাঁয়তারা শাহিন গ্রেফতার

মোহাম্মদপুরের শীর্ষ ছিনতাইকারী পাঁয়তারা শাহিন গ্রেফতার

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকা থেকে শীর্ষ ছিনতাইকারী পাঁয়তারা শাহিন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার রায়েবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম শেখ

এসআই নাজমুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি— দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহীন অবস্থান করছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শাহীনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কয়েকটি মামলার ওয়ারেন্টও জারি আছে। হবিগঞ্জ জেলার শিবপুর থানার সাহেব মিয়ার ছেলে শাহীন বর্তমানে রায়েরবাজার প্রেমতলা গলিতে ভাড়া থাকতেন।

গ্রেফতারকৃত পাঁয়তারা শাহীনকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত