আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি অভিবাসীসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি অভিবাসীসহ নিহত ৪

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে) এ হামলার ঘটনা ঘটে।

নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬) তিন বছরেরও বেশি সময় ধরে শহরের পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশি অভিবাসী এবং দুই সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী বর্তমানে তৃতীয় সন্তানের মা হতে চলেছেন। মেয়র তাকে একজন ‘বীর’ হিসেবে আখ্যা দেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বন্দুকধারী একটি রাইফেল হাতে ৩৪৫ পার্ক এভিনিউয়ের বহুতল ভবনে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। ঘটনাস্থলেই দিদারুল ইসলামসহ চারজন নিহত হন এবং আরও একজন গুরুতর আহত হন। পরে সন্দেহভাজন হামলাকারীর মৃতদেহ ভবনের ৩৩তম তলায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তিনি নিজেই আত্মহত্যা করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী লাস ভেগাসের বাসিন্দা ২৭ বছর বয়সী শেন তামুরা। তার গাড়ি থেকে একটি এম-৪ রাইফেল এবং একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। তার মানসিক স্বাস্থ্য সমস্যার ইতিহাস রয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। তবে হামলার উদ্দেশ্য এখনও নিশ্চিত করা যায়নি।

এফবিআই ঘটনাস্থলে তদন্তে সহায়তা করছে। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এবং মার্কিন সিনেটররা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত