ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-ভিরের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ ও প্রার্থনা আন্তর্জাতিক ক্ষোভের সৃষ্টি করেছে। রবিবার (২১ জুলাই) অধিকৃত পূর্ব জেরুজালেমের এই সংবেদনশীল স্থানে প্রার্থনা করে তিনি দীর্ঘদিনের চুক্তি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে।
১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর ইসরায়েল আল-আকসা মসজিদ প্রাঙ্গণের নিয়ন্ত্রণ নিলেও সমঝোতা অনুসারে মুসলিমদের জন্য এককভাবে উপাসনার অনুমতি বজায় থাকে। ইহুদিরা প্রাঙ্গণে প্রবেশ করতে পারলেও প্রার্থনা করতে পারবে না—এমনই ছিল সেই চুক্তি। কিন্তু বেন-ভিরের এই প্রকাশ্য প্রার্থনা সেই সমঝোতাকে অমান্য করেছে।
জর্দান এই পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য উসকানি’ বলে আখ্যা দিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র বলেছেন, “এ সফর সব রেড লাইন অতিক্রম করেছে।” হামাসও একে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন বৃদ্ধি বলে উল্লেখ করেছে।
আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান, যেখানে বিশ্বাস করা হয় নবী মুহাম্মদ (সা.) মিরাজের রাতে ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন। অন্যদিকে, ইহুদিদের মতে এখানে বাইবেলে উল্লেখিত দুটি মন্দির ছিল। এই স্থানকে কেন্দ্র করে বহুবার সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ওয়াকফ কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার এক হাজার ২৫০ জন ইহুদির মধ্যে বেন-ভিরও প্রাঙ্গণে প্রবেশ করেছেন। তিনি ইসরায়েলের পুলিশের সঙ্গেই প্রার্থনা করেন। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দা ও উদ্বেগ বাড়ছে।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।