অপরাধ / কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, যুবক আটক

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শ্যামলী (৩০) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্লাটফর্মের পাশে শ্যামলীকে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মুখমণ্ডল ও গলায় একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত শ্যামলীর সঙ্গে সুজন নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্কের অবনতি হওয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই পুলিশ সুজনকে আটক করে।

নিহত শ্যামলীর বাড়ি নাটোরে এবং আটক সুজনের বাড়ি পাবনা জেলায়। তারা দুজনই পৃথক দুটি সুপারশপে বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতেন। নিহত শ্যামলী রাজধানীর আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।


সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত