অপরাধ / বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাইয়ের ধর্ষণের শিকার স্কুলছাত্রী

বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাইয়ের ধর্ষণের শিকার স্কুলছাত্রী

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

বগুড়ার ধুনট উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাইয়ের ধর্ষণের শিকার হয়েছে এক স্কুল ছাত্রী (১৩)।  ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ঘরের ভেতর নিয়ে গলায় ছুরি ধরে একাধিকবার ধর্ষণ করে তার দুলাভাই। এ সময় ভুক্তভোগী ছাত্রীর বড় বোন চিকিৎসার কাজে শহরে অবস্থান করছিলেন।
এ ঘটনায় স্কুলছাত্রীর বড় ভাই বাদী হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই ছাত্রীর দুলাভাইয়ের নাম ইউসুব আলী (২৫)। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা পেচেরপাড়া গ্রামের দিপু প্রামানিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঘুগড়াপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। ওই ছাত্রী ১২ জুলাই দুপুরে দুলাভাই ইউসুব আলীর বাড়িতে বেড়াতে যায়। এ সময় ওই বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ইউসুব আলী স্কুলছাত্রীকে একা পেয়ে কৌশলে ঘরের ভেতর নিয়ে যায়। এরপর ছাত্রীর গলায় ছুরি ধরে বিকেল পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে।
এ অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একটি ভ্যানে তুলে দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় ইউসুব আলী। স্কুলছাত্রী বাড়িতে ফিরে স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দেয়। তখন পরিবারের লোকজন ওই ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ৯ আগস্ট পর্যন্ত চিকিৎসা নিয়ে ওই ছাত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে।

এ ঘটনায় ওই ছাত্রীর ভাই বাদি হয়ে ইউসুব আলীর বিরুদ্ধে ৩১ আগস্ট বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আদেশ দেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আদালতের আদেশে থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। এ মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত