রাজনীতি / নগর ভবনে ৬৫ তালা ঝুলিয়েছেন ইশরাকের সমর্থকেরা, সেবা ব্যাহত

নগর ভবনে ৬৫ তালা ঝুলিয়েছেন ইশরাকের সমর্থকেরা, সেবা ব্যাহত

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। সূত্র জানায়, শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে নগর ভবনের প্রতিটি ফটকে মোট ৬৫টি তালা লাগানো হয়। এর ফলে নগর ভবনের সব সেবামূলক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।

তৃতীয় দিনের মতো ‘ঢাকাবাসী’ ব্যানারে বিক্ষোভ করছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। তারা দাবি করছেন, নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে পদে না বসানোয় এই কর্মসূচি পালন করা হচ্ছে। বিক্ষোভকারীরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন। এছাড়া, যেখানেই পাওয়া যাবে, সেখানে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তারা।

এই তালাবদ্ধ অবস্থার কারণে নগর ভবনে অবস্থিত স্থানীয় সরকার বিভাগের কার্যক্রমসহ করপোরেশনের সব অফিস কার্যত অচল হয়ে পড়েছে। কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে প্রবেশ করতে না পারায় কেউই কাজে যোগ দিতে পারেননি। ফলে সেবাগ্রহীতারা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিক্ষোভকারীরা সকাল ১১টা পর্যন্ত নগর ভবনের প্রাঙ্গণে অবস্থান নেন এবং পরে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। তবে পুলিশের ব্যারিকেডে তারা সচিবালয়ের সামনে যেতে পারেননি। বেলা দেড়টার দিকে তারা আবার নগর ভবনের সামনে ফিরে এসে পরদিন রবিবারের কর্মসূচির ঘোষণা দেন।

এ সময় ‘ঢাকাবাসী’র পক্ষে অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং রবিবারও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত