ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় বাসচালককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রাজধানী থেকে একটি বাসে রওনা হন। কিন্তু বাসে ঘুমিয়ে পড়ায় সঠিক গন্তব্যে না নেমে তিনি সিলেট পর্যন্ত চলে যান। পরে সেখান থেকে ‘মা এন্টারপ্রাইজ’ নামের আরেকটি বাসে হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন।
শেরপুর এলাকা পার হওয়ার পর বাসের অন্য যাত্রীরা নেমে গেলে কিশোরীকে একা পেয়ে বাসের হেল্পার লিটন মিয়া ও চালক সাব্বির পালাক্রমে ধর্ষণ করে, অভিযোগ করে পুলিশ।
কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন টের পেয়ে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। এরপর ছালামতপুর এলাকায় টহল টিম বাসটি থামিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং চালক সাব্বিরকে গ্রেফতার করে। তবে হেল্পার লিটন মিয়া কৌশলে পালিয়ে যায়।
ঘটনার পর কিশোরীকে চিকিৎসা ও আইনি সহায়তা দিতে স্থানীয় প্রশাসন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।