অপরাধ / ‘আমি খালেদা জিয়া বলছি’, কণ্ঠ নকল করে ১১ মাসে ২৬ কোটি টাকার প্রতারণা

‘আমি খালেদা জিয়া বলছি’, কণ্ঠ নকল করে ১১ মাসে ২৬ কোটি টাকার প্রতারণা

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ১১ মাসে ২৬ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে মোতাল্লেছ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর তদন্তে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে “আমি খালেদা জিয়া বলছি”—এমন ভুয়া কণ্ঠে ফোন করে তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেন। বিষয়টি সামনে আসে, যখন একটি বেসরকারি ব্যাংকের গুলশান শাখায় ৩ মাসে মোতাল্লেছ হোসেনের নামে জমা হয় প্রায় ৬ কোটি ৩৭ লাখ টাকা। সন্দেহজনক লেনদেন শনাক্ত করে অনুসন্ধানে নামে বিএফআইইউ।

তদন্তে আরও জানা যায়, মোতাল্লেছ ও তার প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে সেখানে মোট ২৬ কোটি ৮৪ লাখ টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। অথচ তার আয়কর রিটার্ন অনুযায়ী তার সম্পদের পরিমাণ মাত্র ৩৪ লাখ টাকা।

বিএফআইইউর অনুসন্ধানে স্পষ্ট হয়, রাজনৈতিক পরিচিতি এবং ভুয়া কণ্ঠ ব্যবহার করে তিনি টাকা চেয়ে নিয়েছেন। সরল বিশ্বাসে অনেকে ওই অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। প্রতারক মোতাল্লেছ হোসেন পলাতক রয়েছেন।

এদিকে মোতাল্লেছের ব্যাংক অ্যাকাউন্টে নমিনির তালিকায় আছেন তার ভাই, পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান, যিনি বর্তমানে নৌ-পুলিশে কর্মরত।

⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত