বাংলাদেশের নির্বাচনের কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনা করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, “বাংলাদেশের নির্বাচনের আসলে বারোটা বেজে গেছে।”
মাসুদ কামাল বলেন,
“আপনি যে ইলেকশনটা করতেছেন, উনি (ড. ইউনূস) বলতেছেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি দেবেন। উনি কিন্তু বলেছেন এই কথাটা, উচ্চারণ করেছেন। কী বুঝে বলেছেন, এটা আমি জানি না। উনি ইতিহাসও বুঝেন কি না জানি না, সর্বশ্রেষ্ঠ বুঝেন কি না আমি জানি না।”
তিনি আরও বলেন, বাংলাদেশে ন্যূনতম এক কোটি ভোটার আছেন যারা কখনও নৌকা ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দেননি। তাদের জন্য বিকল্প না রাখলে নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা প্রশ্নবিদ্ধ।
“নির্বাচন যদি সাধারণ মানুষের জন্য হয়, তাহলে মানুষ যাকে ভোট দিতে চান যখন সেই প্রতীক ভোটে না পাবে, তখন সেটা নির্বাচন হলো?” — মন্তব্য করেন তিনি।
মাসুদ কামাল সতর্ক করে বলেন, এই নির্বাচনের কারণে সরকার এবং নির্বাচিত প্রার্থীরা বড় বিপদে পড়বে। সারা বিশ্বের কাছে এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
২০১৪ সালের নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, “ওই নির্বাচন কি খুব গ্রহণযোগ্য হয়েছিল? তখন নিজেরাই কি গর্ব করে বলতে পারতেন?”
আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার পর নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, “এটা আমি বলতে পারব না। সিদ্ধান্তটা ড. ইউনূস সাহেবের। কিন্তু এই নির্বাচন আয়োজনের পর আন্তর্জাতিক সম্প্রদায় উনার কথাকে কতটা গ্রহণ করবে, সেটা বলা মুশকিল।”
⸻ সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য চোখ রাখুন — নিউজফ্রন্টলাইন বিডি।