অপরাধ / ভাইয়ের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

ভাইয়ের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইদের ছুরিকাঘাতে রানা মিয়া (৩২) ও মনিরুল ইসলাম সোহাগ (৪০) নামে দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত রানা ও সোহাগ ওই গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আসাদুজ্জামানের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বিকেলে প্রতিবেশী চাচা মামুন মিয়ার সঙ্গে বাড়ির উঠানে টিউবওয়েলের পানি আসা নিয়ে ঝগড়া হয়। পরে সন্ধ্যায় মামুন মিয়া ও তার দুই ছেলে বিদ্যুৎ ও দিদার ধারালো ছুরি নিয়ে রানা ও সোহাগের ওপর হামলা চালায়।

এ সময় তাদের ছুরিকাঘাতে রানা মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মনিরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলার পরপরই মামুন মিয়া ও তার দুই ছেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

শিবপুর থানার ওসি আফজাল হোসেন জানান, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করা হচ্ছে। হামলাকারীরা বর্তমানে পলাতক, তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত