ময়মনসিংহের ফুলপুর পৌরসভা এলাকায় চার বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা করে প্রতিবেশী আবুল রবিদাস (৪০)। বিষয়টি টের পেয়ে নাতনিকে রক্ষা করতে এগিয়ে যান শিশুটির দাদি। এ সময় আবুল দাদিকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।
দাদিকে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার রাত আড়াইটার দিকে মারা যান। ঘটনার পর আবুল বাড়ি থেকে পালিয়ে যায়। স্থানীয় জনতা ও পুলিশ যৌথভাবে তাকে খুঁজে রাতে ভালুকা উপজেলার কাশর এলাকা থেকে গ্রেফতার করে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন জানান, ধর্ষণচেষ্টা ও হত্যার ঘটনায় নিহতের ছেলে মামলা করেছেন। অভিযুক্তকে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর কারাগারে পাঠানো হয়েছে।