অপরাধ / বগুড়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে একজন আহত, এলাকায় আতঙ্ক

বগুড়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে একজন আহত, এলাকায় আতঙ্ক

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

বগুড়ার গাবতলী উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন মো. আতাউর রহমান সেলিম (৩৫) নামের এক যুবক। আহত সেলিম কুমিল্লা জেলার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা।

শনিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, আহত যুবক সেলিমকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম ছোট ইটালী গ্রামের মাদক ব্যবসায়ী মো. মুক্তার হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন। ধারণা করা হচ্ছে, বাড়ির ভেতরে ককটেল তৈরির সময়ই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর মুক্তার হোসেনসহ আরো কয়েকজন সহযোগী পালিয়ে যান।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত উদ্ধার করা হয়েছে এবং বিস্ফোরক তৈরির ঘরটি সিলগালা করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িত পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ককটেল তৈরির উদ্দেশ্য সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত