রাজনীতি / ৭ নভেম্বর ঘিরে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

৭ নভেম্বর ঘিরে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

আগামী ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রবিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত ১০ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে—

১️⃣ ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন।
২️⃣ সকাল ১০টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ।
৩️⃣ বিকেল ৩টায় নয়াপল্টন থেকে র‌্যালি এবং জেলা-উপজেলায় একই ধরনের র‌্যালি।
৪️⃣ অঙ্গ ও সহযোগী সংগঠনের নিজস্ব আলোচনা সভা ও কর্মসূচি —

  • শ্রমিক দল (৫ নভেম্বর),
  • ছাত্রদল (৮ নভেম্বর, টিএসসি-তে আলোকচিত্র প্রদর্শনীসহ),
  • ওলামা দল (৯ নভেম্বর, শিক্ষা উপকরণ বিতরণ),
  • তাঁতী দল (১০ নভেম্বর),
  • কৃষকদল (১১ নভেম্বর),
  • জাসাস (১৩ নভেম্বর, শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান)।
    ৫️⃣ ১২ নভেম্বর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির কেন্দ্রীয় আলোচনা সভা।
    ৬️⃣ ৬-১৩ নভেম্বর পর্যন্ত ডকুমেন্টারি প্রকাশ করা হবে বিভিন্ন মাধ্যমে।
    ৭️⃣ দিবসটি উপলক্ষে পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন; তারই ধারাবাহিকতায় তারেক রহমানও আজ জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন।”

তিনি আরও বলেন, “৭ নভেম্বর ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়েই দেশ নতুনভাবে আত্মপ্রকাশ করে। সেই ঐতিহাসিক দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মাইলফলক।”

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত