রাজনীতি / জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু: ৪৮ সেকেন্ডের টিজারে আহ্বান দেশের জনগণের প্রতি

জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু: ৪৮ সেকেন্ডের টিজারে আহ্বান দেশের জনগণের প্রতি

by নিউজ ফ্রন্টলাইন বিডি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু করেছে সরকার। রবিবার (২ নভেম্বর) দুপুরে ৪৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশের মধ্য দিয়ে এই প্রচারণার যাত্রা শুরু হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “আজ (রবিবার) থেকে শুরু হলো জাতীয় নির্বাচন ২০২৬-এর ক্যাম্পেইন।”

প্রথম টিজারে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক।

টিজারের শুরুতে দেখা যায়— স্ক্রিনে ভেসে ওঠে “আওয়ামী ক্ষমতার উৎস” লেখা। এরপর স্থান পায় পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বিতর্কিত বক্তব্য, যেখানে তিনি বলেন,

“আমি ভারতে গিয়ে বলেছি যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে, আর এজন্য যা যা করার ভারতবর্ষ সরকারকে অনুরোধ করেছি।”

ভিডিওর শেষাংশে ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বলেন,

“সেই অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। নির্বাচন ২০২৬— দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন, কেমন বাংলাদেশ দেখতে চান।”

ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে দেখা যায় জাতীয় সংসদ ভবনের মনোমুগ্ধকর দৃশ্য, যা দেশের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানায়।

সম্পর্কিত খবর

আপনার মন্তব্য দিন

Frontline Bd

আপনার কণ্ঠস্বর, আমাদের দায়িত্ব।
We bring you fearless journalism, breaking stories, and truth from the frontlines.

ফিচার পোস্ট

বিজ্ঞাপন

মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)

২০২৫ © Frontline BD কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত