চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বায়জীদ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায়। এতে তার পায়ে গুলি লাগে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।
আহত অবস্থায় এরশাদ উল্লাহকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় বিএনপি নেতা সারোয়ার বাবলাসহ আরও দুইজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ সারোয়ার বাবলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার সময় এরশাদ উল্লাহ স্থানীয় সমর্থকদের সঙ্গে গণসংযোগ করছিলেন। হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে গুলি ছোঁড়ে। এতে এরশাদ উল্লাহর পায়ে গুলি লাগে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।